দিল্লিতে করোনার দৈনিক ইতিবাচকতার হার গত সাত দিনে ৪ শতাংশের বেশি বেড়েছে। শনিবার রাজধানীতে ৩৬৬ জন আক্রান্ত হয়েছিল, রবিবারে সেই সংখ্যা পাঁচশো ছুঁইছুঁই। দিল্লিতে পজিটিভিটি রেট প্রায় ৫.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২.৫ শতাংশ বেড়েছে৷ শনিবারই পজিটিভিটি রেট প্রায় ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। সাত দিনের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে এক সপ্তাহ আগে যেখানে সংক্রমণ ছিল ১.২৯ শতাংশ, এক সপ্তাহ পরে তা হয়ে গিয়েছে ৫.৩৩ শতাংশ। তবে ২৪ ঘণ্টায় মৃত্যুহার তেমন বাড়েনি। এখনও পর্যন্ত ২৬ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৬৯ জন কোভিড মুক্ত হয়েছেন। এর আগে দিল্লিতে ১৪ জানুয়ারি পজিটিভিটি রেট ৩০ শতাংশ ছিল, যা সর্বোচ্চ।
অন্যদিকে, পর পর দু’দিন হাজারের নীচে থাকার পর ফের দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দেশ জুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১৫০, যা শনিবারের তুলনায় কিছুটা বেশি। শনিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৭৫ জন। বর্তমানে সারা দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১,৫৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১৯২। রবিবার দৈনিক সংক্রমণের হার সামান্য কমে দাঁড়িয়েছে ০.৩১ শতাংশ। শনিবারের তুলনায় দিল্লিতে দৈনিক সক্রিয় করোনা আক্রান্তের হার বেড়ে হল ৩.৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে মাত্র ৪ জনের। এর মধ্যে দিল্লিতে ২ জন, মিজোরাম এবং জম্মু ও কাশ্মীরে ১ জনের মৃত্যু হয়েছে। দেশে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (৪৬১)। এর পরে রয়েছে হরিয়ানা (২০২), উত্তর প্রদেশ (১০২) এবং মহারাষ্ট্র (৯৮)। সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ৫১ লক্ষ ৫৩ হাজার ৫৯৩ জনের টিকাকরণ হয়েছে। বর্তমানে দেশ জুড়ে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।