দ্বিতীয়বার ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ইমানুয়েল ম্যাক্রোঁ। যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে এই প্রথম। রবিবার তাঁর প্রতিদ্বন্দ্বী তথা অতি দক্ষিণপন্থী মারিন লা পেনকে হারিয়েছেন মাকরঁ। ভোট শতাংশের বিচারে অবশ্য আশানুরূপ লড়াই করতে পারেননি লা পেন। মাকরঁ পেয়েছেন ৫৮.২ শতাংশ ভোট। তুলনায় লা পেনের দখলে এসেছে ৪১.৮ শতাংশ। নির্বাচনের আগে থেকেই লা পেনের বিরুদ্ধে এগিয়ে ছিলেন মাকরঁ। অধিকাংশ জনমত সমীক্ষাও সে ইঙ্গিত দিয়েছিল। তবে ভোটবাক্সে মাকরঁকে কড়া টক্কর দেবেন বলে মনে করছিলেন লা পেনের সমর্থকেরা। তবে তা হয়নি। যদিও ফ্রান্সের প্রেসিডেন্টের জনপ্রিয়তা যে গত বারের তুলনায় কমেছে, তা বুঝিয়ে দিয়েছে ভোট শতাংশের পরিসংখ্যান। গত বার তাঁর দখলে এসেছিল ৬৬.১ শতাংশ। অন্য দিকে, ৩৩.৯ শতাংশ ভোট মিলেছিল লা পেনের।
অন্যদিকে, ভোটের ফল স্পষ্ট হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানালেন ম্যাক্রোঁকে। পাশাপাশি আসন্ন ইউরোপ সফরে প্যারিসেও যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের পাশাপাশি জার্মানির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। জানা গিয়েছে, আগামী মাসের শুরুর দিকেই ইউরোপ সফরে যাচ্ছেন মোদী। সেখানে ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী। পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, কোপেনহেগেনে গুরুত্বপূর্ণ ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২ মে থেকে ৬ মে ইউরোপে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় প্রধানমন্ত্রী মোদী প্যারিস যেতে পারেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে ফরান্স ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার হয়ে উঠেছে।