টুইটার কিনে নিলেন এলন মাস্ক
এলন মাস্ক গোটা প্রক্রিয়া নিয়ে বলেছেন, “বাকস্বাধীনতা গণতন্ত্রের চালনাশক্তির ভিত্তিপ্রস্তর। মানবতার ভবিষ্যৎ নিয়ে আলোচনার অন্যতম জায়গা হল টুইটার। আমি টুইটারকে আরও উন্নত মানের করতে চাই। নতুন নতুন ফিচার নিয়ে এসে টুইটারকে আরও গ্রহণযোগ্য করার ইচ্ছা আছে। টুইটারের মারাত্মক ভবিষ্যৎ রয়েছে। আমি সংস্থার সঙ্গে কাজ করে আরও ভাল কিছু করার জন্য মুখিয়ে আছি।”
কী কী পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে কিছু বিস্তারিত জানা না গেলেও কয়েকটি বিষয় জানা গিয়েছে। সেগুলি কী একনজরে দেখে নেওয়া যাক-
* প্রতিটি টুইটার ব্যবহারকারী পাবেন ‘ব্লু-টিক’-এর তকমা।
* আইন বিরুদ্ধ কিছু ছাড়া, বাকি সবই শোভা পাবে টুইটারে। তা সে পক্ষে হোক কিংবা বিপক্ষে।
* ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে জনমত নিয়ন্ত্রণের দিন শেষ। এ জন্য ব্যবহার করা হবে আরও আধুনিক এআই প্রযুক্তি।