১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম আগের তুলনায় ১০২.৫০ টাকা বেড়েছে। অর্থাৎ আগে যে সিলিন্ডারের দাম ২,২৫৩ টাকা ছিল, তার দাম বেড়ে ২,৩৫৫.৫০ টাকা হয়েছে। এমনকি ৫ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। এখন থেকে ৬৫৫ টাকায় পাওয়া যাবে ৫ কেজি গ্যাসের সিলিন্ডার। রবিবার, ১ মে থেকে বাজারে এই দামেই এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে হবে। ১ এপ্রিল ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ২৫০ টাকা বাড়ানো হয়েছিল। এমনকি মার্চ মাসেও এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৫ টাকা বেড়েছিল। এর পর আরও এক বার বৃদ্ধি করা হল গ্যাসের দাম। এর ফলে রেস্তরাঁয় খাবারের দাম, ফাস্ট ফুডের দাম বাড়তে পারে। লক্ষ করে দেখা যাচ্ছে, প্রায় প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে চলেছে।
অন্যদিকে, বিশ্বের বৃহত্তম ভোজ্য তেল সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া অপরিশোধিত পাম ওয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াতে চলেছে। এর ফলে বাজারে ভোজ্য তেলের অনিশ্চয়তা বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছিল। এবার সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ১৪ দিনের মধ্যে অস্বাভাবিক বাড়ল সমস্তরকম ভোজ্য তেলের দাম। নীচে দামের তুলনামূলক ইনডেক্স রইল- এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ বনাম এপ্রিলের শেষ সপ্তাহে সরষের তেল ১৬৫ থেকে বেড়ে হল ১৭৫ টাকা। পাম তেলের দাম ১৪৮ থেকে পৌঁছল ১৫৯ টাকায়। রাইস ব্র্যান অয়েল ১৪০ থেকে বেড়ে ১৫২ তে পৌঁছল। সূর্যমুখী তেল ১৬৫ টাকা থেকে বেড়ে ১৮১ টাকা হল। সেখানে সয়াবিন তেল ১৬৪ থেকে বেড়ে হল ১৮৪ টাকা।