তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সি

A G Bengali
তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান হলেন সুব্রত বক্সি। পদ থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে (Parth Chatterjee)। শৃঙ্খলারক্ষা কমিটি নিয়ে ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বৃহস্পতিবার নতুন তৃণমূল (TMC) ভবনে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, সেখানে দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাকি বলেন, "কখন শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হয়, তা কাগজ পড়ে জানতে পারি। এবার থেকে আমাকে জানিয়ে বৈঠক ডাকতে হবে।"

নতুন প্রজন্মের উঠে আসা মানে পুরনোদের ‘অমর্যাদা’ করা নয়— নবগঠিত রাজ্য কমিটির প্রথম বৈঠকে স্পষ্ট ভাষায় এই বার্তা দিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের বৈঠকে তাঁর মন্তব্য, ‘‘যাঁরা সংগ্রাম করে এসেছেন তাঁরা দলটাকে জানেন। আর যাঁরা সংগ্রাম করে আসেননি তাঁরা এক এক জন নিজেকে ভগবানের বাবা বলে ভাবছেন।’’ রাজ্য কমিটির এই বৈঠকে তৃণমূলনেত্রী কী দিশা দেবেন, সে দিকে নজর ছিল সকলের। পর্যবেক্ষকদের মতে, যাঁরা পুরনো তাঁদের কোনও ভাবেই খাটো করা মেনে নেবেন না, মমতার বার্তায় তা স্পষ্ট। তৃণমূলে পুরনো এবং নবীনের মধ্যে একটি ভেদরেখা তৈরি হচ্ছে বলে কিছুদিন ধরেই গুঞ্জন। এ দিনের বক্তব্যে তা নিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী। সেই সঙ্গে এ দিনও দলের নেতা-মন্ত্রীদের জীবনচর্চার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি। এ দিনই ছিল তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি। সরকারি কর্মসূচির পাশাপাশি, এই দিনটিকে দলের ভবিষ্যৎ লক্ষ্য স্থির করে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন মমতা।

Find Out More:

Related Articles: