কলকাতায় এখন ১৪.২ কেজি রান্নার গ্যাসের জন্য দাম দিতে হবে ১০২৬ টাকা। মাথায় হাত মধ্যবিত্তের। শুক্রবার মধ্যরাতে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বেড়ে গেল আরও ৫০ টাকা। এর আগে গত ২২ মার্চ ৫০ টাকা বেড়ে ৯৭৬ টাকা হয়েছিল এলপিজি সিলিন্ডার। এবার দাম হাজার পেরিয়ে গেল। নিত্যপ্রয়োজনীয় জিনিস, ভোজ্য তেল থেকে শুরু থেকে শাক-সবজির মূল্যবৃদ্ধি বেলাগাম। আর নামমাত্র সরকারি ভর্তুকিতে সাশ্রয় সম্ভব নয়। এই পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ার কারণে মধ্যবিত্তের খরচ আরও বাড়ল। দিনকয়েক আগেই ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১০২ টাকা ৫০ পয়সা বেড়েছিল একধাক্কায়। এই দাম বাড়ার ফলে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম হয়েছে ২,৩৫৫ টাকা ৫০ পয়সা। এছাড়াও ৫ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৬৫৫ টাকা। তবে কলকাতায় এই দফায় ৯.৫০ পয়সা কমায় ১৯ কেজি রান্নার গ্যাসের দাম হয়েছে ২৪৪৫ টাকা, যা মাসের পয়লা দিনেই ১০০ টাকা বেড়েছিল।
চাহিদার তুলনায় জোগান এমনিতেই কম। গরম বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাহিদা আরও বাড়ে। উপরন্তু রয়েছে অপচয়ের সমস্যাও। সব মিলিয়ে পরিস্রুত জল সরবরাহের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয় উত্তর দমদম পুরসভা। সেখানকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুরসভার জনসংখ্যার নিরিখে বেশ কিছু এলাকায় সরবরাহ কম। অনেককে জল কিনে খেতে হচ্ছে। গরম বাড়তেই সমস্যা আরও বেড়েছে। এখনও বহু বাড়িতে নেই জলের সংযোগই। সমস্যার কথা স্বীকার করে উত্তর দমদম পুর কর্তৃপক্ষ জানান, জলের ঘাটতি মেটাতে ১৬৫ কোটিরও বেশি টাকা ব্যয়ে জল প্রকল্প করা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সেটি শেষ করতে প্রায় দু’বছর লাগবে।