সকাল থেকেই আকাশ মেঘলা

A G Bengali
আজ সকাল থেকেই আকাশ মেঘলা৷ তবে রোদের আধিক্য দেখা দিতেই আরও বাড়বে গরম, এমনটাই পূর্বাভাস। রাজ্যে আজও বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিনে বৃষ্টি হলে অবশ্য স্বস্তি নাও মিলতে পারে৷ বরং আর্দ্রতার জেরে প্রবল অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে খবর। সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ শতাংশ স্পর্শ করতে পারে আজ। শহরে কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কালবৈশাখীর জেরে রাতের তাপমাত্রা একধাক্কায় স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটারের সামান্য বেশি।

অন্যদিকে, বৌবাজারের ভাঙা মহল্লায় আতঙ্কিত ঘরছাড়াদের এমনই ভিড় দেখা গেল শুক্রবার দিনভর। কেউ জরুরি কাগজপত্র নিতে এসেছেন, কেউ এসেছেন ফেলে যাওয়া আসবাব এবং টাকা-গয়না নিয়ে যেতে। কারও কারও আবার দাবি, জমি ছেড়ে গেলে কী হবে, বলা যাচ্ছে না। তাই কাজ থেকে ছুটি নিয়েই চলে এসেছেন ফাটল ধরা বাড়ি পাহারা দিতে। এরই মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দুর্গা পিতুরি লেনের পাশে সেকরাপাড়া লেনের দু’টি বাড়ি ফাঁকা করায়। সেখানকার বাসিন্দাদের দাবি, ওই দু’টি বাড়িতেও নাকি ফাটল দেখা গিয়েছে। একই ভাবে ফাটলের আকার আরও বড় হওয়ার অভিযোগ এসেছে দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়ি থেকে। দেখা গেল, অধিকাংশ পুরনো বাড়ির গায়েই ফাটল বেড়েছে। দুর্গা পিতুরি লেন এবং সেকরাপাড়া লেনের মাঝে এক জায়গায় আবার রাস্তার খানিকটা বসেও গিয়েছে।

Find Out More:

Related Articles: