কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ২০২ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। এদিকে সংক্রমণ কমলেই বাড়ল মৃত্যুর সংখ্যা। বুলেটিন অনুসারে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের বলি হয়েছেন ২৭ জন। পাশাপাশি দেশে কমল করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে মোট অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ হাজার৩১৭ জন। ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩১,২৩,৮০১। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫,২৪,২৪১ এ।
অন্যদিকে, বিজেপি (BJP) সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) সঙ্গে সাক্ষাতের পূর্বে ফের বিস্ফোরক অর্জুন সিং (Arjun Sigh)। এদিন দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অর্জুন সিং বলেন, " মুখ খুললে তো প্রকাশ্যে খুলতে হয়। দলের একজন মন্ত্রী দফতরের সিস্টেমে ভুল আছে, তার ব্যাপারে আমি বারবার বলছি। দলের পদমর্যাদার কোনও লোক ভুল করবে, তো বলব না?" একইসঙ্গে 'সমস্যা'র সমাধান না হলে, তিনি যে 'অন্য' পথেও হাঁটতে পারেন, এদিন সে ইঙ্গিতও দিলেন তিনি। অর্জুন সিং জানান, জে পি নাড্ডার সঙ্গে এই সাক্ষাৎ আগে থেকেই ঠিক ছিল। তবে বিজেপি সর্বভারতীয় সভাপতির সঙ্গে কী বিষয়ে কথা হবে? সেই প্রসঙ্গে তিনি বলেন, "কী বিষয় কথা বলবেন, উনি ঠিক করবেন। আমার কাছে কোনও অ্যাজেন্ডা আগে থেকে আসেনি।" একইসঙ্গে 'সমস্যা সমাধান' প্রসঙ্গে অর্জুন সিং আরও বলেন, "সমস্যা সমাধান হওয়ার কথা আছে। আশা করি হয়ে যাবে।" এরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, "সমস্যার সমাধান না হলে বলে দেব।" দলীয় সূত্রে খবর,'বেসুরো' অর্জুনকে দলে ধরে রাখতেই ডাক নাড্ডার।