আগামী ২৬ জুন GTA নির্বাচন। মঙ্গলবার সর্বদলীয় বৈঠক শেষে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটগণনা হবে আগামী ২৯ জুন। ২৭ মে থেকেই মনোনয়ন জমা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন মঙ্গলবার শিলিগুড়িতে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। একই সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনও এদিন ঘোষণা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী জুন মাসের ২০-২৫ তারিখের মধ্যেই হবে এই ভোট। বুধ অথবা বৃহস্পতিবার শিলিগুড়ি নির্বাচনের নির্ঘণ্টও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশন। উল্লেখ্য, ২০১৫ সালে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন হয়েছিল। সেই সময় বাম ও কংগ্রেস জোটের দখলে ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। যদিও এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। সম্প্রতি শিলিগুড়ি পুরনিগম হাতছাড়া হয়েছে বামেদের। অন্যদিকে শিলিগুড়ি শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও শক্তি বাড়ানোর চেষ্টায় রয়েছে রাজ্যের শাসকদল। শিলিগুড়ি মহকুমা পরিষদের মধ্যে থাকা নকশালবাড়ি, ফাসিদেওয়া, খরিবাড়ি এলাকায় ইতিমধ্যেই তৃণমূলের তরফে ভিত মজবুত করতে সাংগঠনিকভাবে নানা কাজ করা হচ্ছে।
আজ, মঙ্গলবার দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএ নির্বাচনের রিটার্নিং অফিসার এস পুণ্যবালামের কার্যালয়ে পাহাড়ের সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক হয়। ছিলেন স্পেশ্যাল অবজার্ভার এজি বর্ধনও। যদিও জিটিএ নির্বাচনের বিরোধিতায় বৈঠক বয়কট করে বিজেপি, জিএনএলএফের প্রতিনিধিরা। তবে ২৭ মে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নিচ্ছে সরকার। এদিন স্পেশ্যাল অবজার্ভার এজি বর্ধন সংবাদমাধ্যমে বলেন, ‘আগামী ২৭ মে সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তারপর শুরু হবে মনোনয়ন পর্ব। ২৭ থেকে সাতদিন মনোনয়ন জমা দেওয়া যাবে। তারপর প্রত্যাহার, স্ক্রুটিনি পর্ব এবং ২৬ জুন ভোট। দার্জিলিং এবং কালিম্পংয়ের মহকুমাশাসককে অতিরিক্ত রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। গণনা ও ফলপ্রকাশ হবে আগামী ২৯ জুন।’