প্রায় সাড়ে ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বের হলেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি মামলা নিয়ে পার্থকে বুধবার আবারও তলব করে সিবিআই। সিবিআইয়ের তরফে পার্থকে বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সকাল সাড়ে ১০টা নাগাদই পার্থ রওনা হয়ে যান তাঁর বাড়ি থেকে। সূত্রের খবর, এসএসসি-র উপদেষ্টা কমিটি কেন তৈরি করা হয়েছিল এবং এই কমিটিতে কার নিয়ন্ত্রণ ছিল, তা নিয়ে প্রশ্ন করা হতে পারে পার্থকে। সূত্র অনুযায়ী, গত বুধবারের জেরার সময় সিবিআইকে পার্থ জানিয়েছিলেন এই কমিটি তিনি গঠন করলেও এই কমিটির উপর তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও কেন এই কমিটি নিজের নিয়ন্ত্রণে রাখেননি? পার্থকে সেই প্রশ্ন করা হতে পারে বলেও সূত্র অনুযায়ী জানা গিয়েছে। গত বুধবার পার্থকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে জেরা করেছিল সিবিআই।
অন্যদিকে, বিনিয়োগকারী নিয়ে ইস্টবেঙ্গল যে তীব্র সমস্যার মাঝে পড়েছিল, তার থেকে লাল-হলুদকে ফের উদ্ধার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন, ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সমস্যা মিটে গিয়েছে। ইমামির সঙ্গে গাঁটছড়া বাঁধছে লাল-হলুদ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন লাল-হলুদের বিনিয়োগকারী খোঁজার জন্য। এই বিষয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তিনি কথাও চালাচ্ছিলেন। ইস্টবেঙ্গল কর্তারা নিজেরাও চেষ্টা করে চলেছিলেন। তবে সমস্যা দূর করতে ফের ত্রাতার ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।