নির্ধারিত সময়ের তিনদিন আগেই কেরলের প্রবেশ করেছে বর্ষা

A G Bengali
নির্ধারিত সময়ের তিনদিন আগেই রবিবার কেরলের স্থলভাগে প্রবেশ করেছে বর্ষা। পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম বায়ুর সক্রিয়তা বেড়েছে বলে জানা গেছে। পার্বত্য এলাকা ছাড়া প্রায় সম্পূর্ণ রাজ্যেই পর্যাপ্ত জলীয় বাষ্প রয়েছে। ফলে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দুই বঙ্গেই সকাল থেকে সন্ধে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চলে এক অথবা দুদফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা ৯০ এর কোঠায় পৌঁছেছে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই প্রবণতা থাকবে বলে জানা গেছে।

অন্যদিকে, রাজ্য পরিবহণ নিগমের একাধিক বাস ডিপোর জমিতে বছরখানেক আগেই শুরু হয়েছিল সিএনজি চালিত বাসে জ্বালানি ভরার পরিকাঠামো তৈরির প্রক্রিয়া। এর জন্য বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল) নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি সই করেছিল পরিবহণ নিগম। সেই চুক্তির আওতায় আগামী পয়লা জুন কসবায় নিগমের বাস ডিপোয় চালু হতে চলেছে প্রথম সিএনজি পাম্প। সেখানে সরকারি বাস ছাড়াও বেসরকারি বাস এবং অন্যান্য যানবাহন জ্বালানি ভরার সুযোগ পাবে বলে খবর। পরিবহণ দফতর সূত্রের খবর, রাজ্য পরিবহণ নিগম এবং গ্যাস সরবরাহকারী সংস্থা বিজিসিএল-এর মধ্যে চুক্তি অনুযায়ী, নিগমের হাওড়া, সল্টলেক, ঠাকুরপুকুর, নীলগঞ্জ, বেলঘরিয়া, সাঁতরাগাছি, করুণাময়ী এবং কসবা—এই আটটি ডিপোয় সরকারি এবং বেসরকারি যানবাহনের সিএনজি ভরার পরিকাঠামো তৈরি করা হবে। প্রতিটি ডিপোয় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ওই পরিকাঠামো তৈরি করবে বিজিসিএল।

Find Out More:

Related Articles: