রেজাল্ট বেরল মাধ্যমিকের

A G Bengali
শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন দু’জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯ শতাংশ নম্বর রয়েছে তাদের রেজাল্টে। তবে বিরল হল, মোট ১১৪ জন পড়ুয়া প্রথম দশে স্থান পেয়েছে।

করোনাকালের পর প্রথম অফলাইন বড় পরীক্ষা। আর তাতে সাফল্যের শিখরে জেলা। কলকাতা রয়েছে চতুর্থ স্থানে। চলতি বছর মাধ্যমিকে যুগ্ম প্রথম (WB Madhyamik First) হয়েছে বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই (Arnab Gharai) ও পূর্ব বর্ধমানের সিএমএস স্কুলের রৌণক মন্ডল (Rounak Mandal)। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রথম হওয়ার পিছনে রয়েছে বাবা-মা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদান। এমনটাই বলছে রৌণক। সাফল্যের জন্য কোনও শর্টকার্ট রাস্তা নয়। মন দিয়ে পড়াশোনা-ই এক ও একমাত্র পথ বলে জানিয়েছে বাঁকুড়ার কৃতী ছাত্র। তার প্রিয় বিষয় জীবন বিজ্ঞান ও অঙ্ক। ভবিষ্যৎ জীবনে ডাক্তার হতে চায় সে।

১১৪ জন রয়েছেন প্রথম দশে


প্রথম হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯৩
দ্বিতীয় হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯২
তৃতীয় হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯১
চতুর্থ হয়েছেন ৪ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০
পঞ্চম হয়েছেন ১১ জন। প্রাপ্ত নম্বর ৬৮৯
ষষ্ঠ হয়েছেন ৬ জন। প্রাপ্ত নম্বর ৬৮৮
সপ্তম হয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭
অষ্টম হয়েছেন ২২ জন। প্রাপ্ত নম্বর ৬৮৬
নবম হয়েছেন ১৫ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫
দশম হয়েছেন ৪০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৪


Find Out More:

Related Articles: