উদ্ধব ঠাকরের রাজ্যে সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,০৩৬ জন। গত ২৬ ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। পাশাপাশি, টানা কয়েক সপ্তাহ পর করোনা সংক্রামিতের দৈনিক গড় সংখ্যা ছুঁয়েছে হাজার। করোনা পরিস্থিতির দিকে নজর রেখে সোমবার উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসেছিল মহারাষ্ট্র সরকার। নতুন করে বিধিনিষেধ আরোপ করা হবে কি না,বা মাস্ক বাধ্যতামূলক করা হবে কি না ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি, করোনার ক্রমবর্ধমান ছবির দেখে নজর দিয়ে হাসপাতালগুলির পরিকাঠামোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। মহারাষ্ট্র তথা দেশে নতুন করে করোনা স্ফীতির জন্য ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ রূপকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই দুই রূপের তীব্র সংক্রামক শক্তির জেরে চটজলদি কোভিড ছড়াচ্ছে বলে মনে করছেন তাঁরা।
অন্যদিকে, এলপিজি গ্যাসের ভর্তুকি নিয়ে গ্রাহকদের সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকার এই বছর পিএম উজ্জলা যোজনাতে (PM Ujjwala Scheme) প্রায় ৯ কোটি মানুষকে এলপিজি সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার তাদের প্রতি গ্যাস সিলিন্ডারে 200 টাকা ভর্তুকি দেবে। যোগ্য ব্যক্তিরা বছরে ১২টি সিলিন্ডারে এই ভর্তুকি পাবেন। উজ্জ্বলা প্রকল্পের অধীনে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগে উপলব্ধ ভর্তুকিতে একটি বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অতএব, আপনি যদি উজ্জ্বলা স্কিমের অধীনে বিনামূল্যে এলপিজি সংযোগ নেওয়ার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য সুখবর। LPG সংযোগে ভর্তুকি কাঠামো পরিবর্তন হবে। প্রতিবেদন অনুসারে, প্রকল্পের অধীনে নতুন সংযোগের জন্য ভর্তুকির বিদ্যমান কাঠামোতে পরিবর্তন হতে পারে।