সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর পাড়াতেই খুন হন শাহ দম্পতি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ব্যবসায়ী অশোক শাহকে ছুরি মেরে খুন করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, তাঁর স্ত্রী রশ্মিতা শাহকে গুলি করে খুন করা হয়েছে। পুরো ঘটনাটি ঘটে সোমবার দুপুর দেড়টা নাগাদ। স্বয়ং মুখ্যমন্ত্রীর পাড়াতে হাই সিকিওরিটি জোনে দিন দুপুরে খুনের ঘটনায় ভবানীপুরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বুধবার ঘটনাস্থল থেকে করা মমতার সাংবাদিক বৈঠকেও এ ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে প্রশ্নকর্তাকে মমতা বলেন, ‘‘দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে এলাকার নিরাপত্তার বিচার করা ঠিক হবে না। ভবানীপুর শান্ত এলাকা। শান্তই থাকবে।’’ মঙ্গলবার ভবানীপুরে নিহত শাহ দম্পতির বাড়িতে আসেন মমতা। সেখানে পৌঁছে ঘটনাস্থল ঘুরে দেখে মমতা সাংবাদিকদের বলেন, ‘‘ভবানীপুরে এ ধরনের ঘটনা বরদাস্ত করব না। ভবানীপুর শান্ত ছিল শান্তই থাকবে।’’ ভবানীপুরের খুনের ঘটনার ৯৯ শতাংশ তদন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছে, শীঘ্রই খুনের কিনারা হয়ে যাবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন সিপি বিনীত গোয়েলও। সিপি বিনীত গোয়েলের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে সিপি বিনীত গোয়েল জানান, "সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত করছি। ভীষণভাবে সন্দেহভাজন আছে কয়েকজন। খুনের ঘটনায় পরিবারের পরিচিত কেউই জড়িত। সম্ভবত ২-এর বেশি আততায়ী। খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতাই কারণ বলে প্রাথমিকভাবে অনুমান। দ্রুত অভিযুক্তরা গ্রেফতার হবে।"