সিভিল সার্ভিস পরীক্ষা, বদলে গেল মেট্রোর সময়সূচি

A G Bengali
সপ্তাহে ছুটির দিনে সাধারণত সকাল ৯টা থেকে চালু হয় মেট্রো। আগামী রবিবার যাঁরা সার্ভিসের (প্রিলিমিনারি) পরীক্ষা দেবেন, তাঁদের জন্য সকাল সাড়ে আটটায় শুরু হবে মেট্রো চলাচল। মেট্রোর তরফে এক বিবৃতি জানানো হয়েছে, ওই দিন ১৩০টির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৪টি মেট্রো চলবে। তার মধ্যে মোট ১২৯টি মেট্রো চলবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা। ১৯ জুন কোন স্টেশনে কখন মেট্রো - সকাল ৮টা ৩০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল ৮টা ৩০ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৮টা ৩০ মিনিট: দমদম থেকে কবি সুভাষ সকাল ৮টা ৩০ মিনিট: দমদম থেকে দক্ষিণেশ্বর কবি সুভাষ ও দক্ষিণেশ্বর শেষ মেট্রোর সময় অবশ্য অপরিবর্তিত থাকছে। সপ্তাহ খানেক আগে সিভিল সার্ভিস মেইন পরীক্ষার দিনেও অতিরিক্ত মেট্রো চালানো হয়েছিল।

অন্যদিকে, আরও এক বার রঞ্জি ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ। গত বার ফাইনালে হেরে গিয়েছিল বাংলা। এই মরসুমে সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে হার ১৭৪ রানে। এখন সব থেকে বড় প্রশ্ন, ক্রিকেট জীবনে বাংলার হয়ে রঞ্জি জেতা অরুণ লালকে কি পরের মরসুমেও দেখা যাবে বাংলার কোচ হিসেবে? উত্তর জানা নেই স্বয়ং অরুণ লালের। আনন্দবাজার অনলাইনকে শুধু জানালেন, তিনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে রাজি নন। এ বারের মতো ক্রিকেট মরসুম শেষ বাংলার। অরুণ লাল বললেন, “কোচ থাকব কি না, এত তাড়াতাড়ি সেটা বলা যাবে না। সিএবি-র সঙ্গে কথা বলতে হবে। ওরা যদি চায়, ভেবে দেখব। আমার পক্ষে এখনই কিছু বলা সম্ভব নয়। আমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাব না।”

Find Out More:

Related Articles: