মঙ্গলবার দেশে খানিকটা কমল কোভিড সংক্রমণ

frame মঙ্গলবার দেশে খানিকটা কমল কোভিড সংক্রমণ

A G Bengali
বেশ কয়েক দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন নয় হাজার ৯২৩ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ১২ হাজার ৭৮১। গত কালের থেকে সংক্রমণের হার কমেছে ২২.৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, এক দিনে দেশে নতুন করে করোনায় প্রাণহানি হয়েছে ১৭ জনের। মোট মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ২৪ হাজার ৮৯০। এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৩১৩। গত ২৪ ঘণ্টায় ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন সাত হাজার ২৯৩ জন। দেশে সুস্থতার হার ৯৮.৬১ শতাংশ।


অন্যদিকে, ২৩ জুন ত্রিপুরার দুই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে সোমবার নির্বাচনী প্রচারে আগরতলা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ত্রিপুরা জয়ের লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করতে নেমেছে। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে বলে ভোট প্রচারে এসে দলীয় প্রার্থী ও কর্মীদের উদ্ধুদ্ধ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বিজেপি বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ''সিপিএমের সন্ত্রাসকে ছাপিয়ে গিয়েছে বিজেপি। ত্রিপুরার উন্নয়নই আমাদের লক্ষ্য। বর্তমানে সংবাদমাধ্যমও বিজেপির আক্রমণের মুখে। বেকারত্বে ত্রিপুরা এক নম্বরে। ত্রিপুরার বেকারত্বের হার ১৮ শতাংশ। বাংলায় বেকারত্বের হার ৪ শতংশ। ১৪৫কোটি টাকা বরাদ্দ হয়েছিল ত্রিপুরার স্মার্ট সিটির জন্য। কোথায় সেই স্মার্ট সিটি? এক ঘণ্টা বৃষ্টি হলে গলা জল। এমনকী NCRB রেকর্ডে রাজনৈতিক সন্ত্রাস সবথেকে বেশি ত্রিপুরায়। বিজেপির রাজত্বে ভুয়ো প্রতিশ্রুতির পাহাড়। স্বাস্থ্য ব্যবস্থাও বেহাল।''

Find Out More:

Related Articles:

Unable to Load More