খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায়

A G Bengali
কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সকালের দিকে মাঝে মাঝে রোদ দেখা যাবে। বেলা বাড়লে মূলত মেঘলা আকাশ দেখা যাবে। আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ পেরিয়ে যাবে। ফলে বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বৃষ্টি হলে কিছুক্ষণের জন্য স্বস্তি পাওয়া যাবে। যদিও বৃষ্টি কমলেই আবার আগের পরিস্থিতি দেখা যাবে। খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায়। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য কমে ৩২ ডিগ্রি হয়। রাতের তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি। শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

অন্যদিকে, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন ফাটল ধরল ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপরে একটি সেতুর রাস্তায়। সোমবার সকালে মেট্রোপলিটন থেকে সায়েন্স সিটি অভিমুখে ওই সেতুতে ওঠার আগে বাঁ দিকের একটি অংশে সেই ফাটল দেখতে পাওয়া যায়। ‘রেল বিকাশ নিগম লিমিটেড’ (আরভিএনএল) জানিয়েছে, মাটি বসে যাওয়ায় ওই ফাটল দেখা দিয়েছিল। পরে জায়গাটি মেরামত করে দেওয়া হয়েছে। তাদের দাবি, ফাটলটি ঘিরে দুর্ঘটনার ঝুঁকি নেই। যদিও এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, মেট্রোর এই প্রকল্পের কাজের জন্য আগেও বাইপাসের উপরে একাধিক ছোটখাটো ফাটল ধরেছে। আরভিএনএলের আধিকারিকেরা জানান, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পে পাইলিংয়ের কাজ শেষ। বর্তমানে পাইল ক্যাপ বসানো-সহ অন্যান্য কাজ চলছে। যে অংশে ফাটল ধরেছে, সেটি সেতুতে ওঠার আগের অংশ। যেটি মেট্রোর কাজের জন্য নিয়েছে রেল বিকাশ নিগম। ধস আটকাতে ওই জায়গায় লোহার পাত বসানো হয়েছে বলে আধিকারিকেরা জানান। তাঁরা আরও জানিয়েছেন, ওই অংশটি দ্রুত ছেড়ে দেওয়া হবে।

Find Out More:

Related Articles: