কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮,২৮৪। ভারতে গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দেশে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৫,২৪,৯৫৪। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে বর্তমানে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.১৯ শতাংশ। কোভিড ১৯ থেকে আরোগ্যলাভের জাতীয় হার ৯৮.৬০ শতাংশ। ২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কেসের সংখ্যা বেড়েছে ৪,২৯৪টি। দৈনিক সংক্রমণের হার ৩.৯৪ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ২.৯০ শতাংশ হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।
অন্যদিকে, সোমবার থেকে খুলছে স্কুল। রাজ্যে চরম গরমের কারণেই ১৫ দিনের ছুটি বারিয়ে দেওয়া হয় সরকারের তরফে। ছোট ছোট পড়ুয়ারা গরমে স্কুলে গেলে অস্বস্তি বোধ করবে এই কারণেই বাড়ানো হয় ছুটি। ফলেই এবার জুন মাসের ২৭ তারিখ শুরু হচ্ছে স্কুলের কার্যক্রম। এদিকে গরমের রেশ এখন অনেকটা কম। মাঝে মধ্যে স্বস্তির বৃষ্টিও হচ্ছে। বর্ষা পুরোপুরি ভাবে দক্ষিণবঙ্গে না ঢুকলেও এর প্রভাবে ছারখার উত্তরবঙ্গ। ফলেই একটু আধটু ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মাত্রা বেড়েছে। মানুষের মধ্যে বেড়েছে জ্বরের লক্ষণ, হঠাৎ গরম থেকে বর্ষার এই সময়ে অনেকেই আক্রান্ত হচ্ছে চিকেন পক্সের মত সমস্যায়। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই জেলার প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফে। এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বাচ্চাদের সুস্থ রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে।