দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে

frame দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে

A G Bengali
দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ২৯ জুন থেকে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ এবং ২৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে৷ সোমবার সপ্তাহের প্রথম দিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। এদিকে বৃহস্পতিবার ৩০ জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুরেও। উপরের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সময়কালে।


তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা আজও জারি রয়েছে।  দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বন্ধ হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা যাবে। মঙ্গল এবং বুধবার ফের উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় মঙ্গলবার কয়েক পশলা ভারি বৃষ্টি হতে পারে।  উত্তরবঙ্গের বাকি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় মঙ্গলবার থেকে টানা অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। বিপর্যস্ত হতে পারে উত্তরের জনজীবন। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আংশিকভাবে মেঘলা আকাশ দেখা যাবে।

Find Out More:

Related Articles:

Unable to Load More