বিয়ে করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

A G Bengali
ফের নতুন করে সংসার বাঁধতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র নেতা ভগবন্ত মান। বৃহস্পতিবার চণ্ডীগড়ের মুখ্যমন্ত্রী আবাসে বিয়ে করবেন মান। পাত্রী গুরপ্রীত কৌর মানের প্রাক্তন লোকসভা কেন্দ্র সঙ্গরুরের চিকিৎসক। মানের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, আপ প্রধান অরবিন্দ কেজরীবাল-সহ হাতে গোনা কয়েক জন অতিথি এবং পরিবারের সদস্যের উপস্থিতিতে হবে অনাড়ম্বর বিবাহ অনুষ্ঠান। প্রাক্তন গায়ক তথা কৌতূকাভিনেতা মান ব্যক্তিগত ভাবে বিয়ের সমস্ত খরচ বহন করবেন।

অন্যদিকে, অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকেই মান্যতা দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বলে, অনলাইন নয় অফলাইনেই চলবে পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ফলাইনেই। অনলাইনে পরীক্ষার দাবি করে মামলা করেছিল ছাত্ররা। ছাত্রদের করা সেই মামলাতেই এদিন অফলাইনে পরীক্ষার নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের বক্তব্য, কীভাবে পরীক্ষা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছাত্রদের নেই। সিলেবাস শেষ হয়নি, এটা ইউনিভার্সিটির বিষয়। আর ইউনিভার্সিটি যথেষ্ট আত্মবিশ্বাসী কোর্সের বিষয়। ফলে বিশ্ববিদ্যালয় কীভাবে পরীক্ষা নেবে, সেটা একান্তই কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা দাবি করে জুন মাসে প্রথম জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলায় মোট তিনটি আবেদন করা হয়েছিল। প্রথম আবেদন, পরীক্ষা নিতে হবে পুরো সিলেবাস শেষ করে। দ্বিতীয়, সিলেবাসের পরিমাণ কমাতে হবে। তিন, পরীক্ষা নিতে হবে হোম সেন্টারেই। আবেদনকারীদের অভিযোগ ছিল ১৮০ দিনও ক্লাস হয়নি। ফলে সিলেবাস শেষ হয়নি। তাই অনলাইনে পরীক্ষার আবেদন জানায় পড়ুয়ারা। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে সাফ নির্দেশ দেয়, পরীক্ষা হবে অফলাইনেই।

Find Out More:

Related Articles: