কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। দিনের যেকোনও সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। দুটি তাপমাত্রাই এই সময়ের হিসেবে স্বাভাবিক থাকার কথা জানানো হয়েছে। তবে অস্বাভাবিক জলীয় বাষ্পের উপস্থিতি বৃষ্টির ফাঁকে ঘাম ঝরাবে বলেও জানানো হয়েছে। রবিবার দিনের তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। রাতের তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। দুটি তাপমাত্রাই এই সময়ের হিসেবে স্বাভাবিক। আপাতত তাপমাত্রা আর বাড়বে না বলেই জানানো হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচচ পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে ১৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও প্রায় সমপরিমাণ অথবা সামান্য বেশি বৃষ্টি হতে চলেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এবং বুধবারও একইরকমভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। শুক্রবারও একইরকম আবহাওয়া থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রার তেমন হেরফের হবে না। আগামী পাঁচদিন পারদ মোটামুটি একই থাকবে। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।