করোনাতঙ্ক কমছে না

frame করোনাতঙ্ক কমছে না

A G Bengali
ঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্যে জানা গিয়েছে ভারতে ১৩,৬১৫ টি নতুন কোভিড -১৯ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫,২৫,৪৭৪। সক্রিয় সংক্রমণ হয়েছে ১,৩১,০৪৩টি। দেশে একদিনে ১৩,২৬৫টি আরোগ্যলাভের খবর পাওয়া গিয়েছে। এই রোগ থেকে আরোগ্যলাভ করা মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৯,৯৬,৪২৭। বর্তমানে মৃত্যুর হার হয়েছে ১.২০ শতাংশ।

রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতি লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের তালিকায় পশ্চিমবঙ্গকে টপকে শীর্ষে রয়েছে কেরল। কেরলে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২,৫৩২। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২,৪৪৮। পশ্চিমবঙ্গে সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারের কাছাকাছি হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা অনেকটাই কমে হয়েছে ১,৯১৫। এর পরে রয়েছে মহারাষ্ট্র (১,১৮৯), কর্নাটক (৬৭৬) ও ওড়িশা (৫৭২)। কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও কমেছে সামান্য। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। এর মধ্যে কেরল ও পশ্চিমবঙ্গে তিন জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, রাজস্থানে দু’জন এবং সিকিম, হিমাচল প্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও কর্নাটকে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। সোমবার কোভিডে আক্রান্ত হয়ে এই সংখ্যা ছিল ২৬। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৫ হাজার ৪৭৪।

Find Out More:

Related Articles:

Unable to Load More