নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে বুধবার ও বৃহস্পতিবার ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস। এর জেরে নদী ও সমুদ্রের উত্তাল রূপ দেখা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর ও পাথরপ্রতিমার কয়েক হাজার ট্রলার মাছ ধরতে মাঝ সমুদ্রে গিয়েছে। এই আবহে সেই ট্রলারকে ফিরতে বলা হয়েছে। পাশাপাশি আগামী দু’দিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। মৎস্য দফতরের পক্ষ থেকে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগরের মৎস্যবন্দরগুলিতে মাইক প্রচার চলছে।
অন্যদিকে, মোটরবাইকে নিষেধাজ্ঞা বহাল রেখেই মধ্যরাতে শহরের উড়ালপুলে গাড়ি চলাচলে ফের সবুজ সঙ্কেত দিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, পুলিশ কমিশনার বিনীত গোয়েল শনিবার ওই নির্দেশ জারি করেছেন। তবে সরকারি ভাবে ঘোষণা না হলেও বিধাননগর কমিশনারেট এলাকায় গত দু’দিন ধরে মধ্যরাতে দু’টি গুরুত্বপূর্ণ উড়ালপুলে গাড়ি চলাচল শুরু হয়েছে। পথ দুর্ঘটনায় রাশ টানতে কয়েক বছর আগে পার্ক স্ট্রিট, চিৎপুর লকগেট, চিংড়িঘাটা-সহ কয়েকটি উড়ালপুলে রাত ১২টার পরে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল কলকাতা পুলিশ। একই ব্যবস্থা ছিল লেক টাউন, বাগুইআটি ও নাগেরবাজার উড়ালপুলেও। তবে ব্যতিক্রম ছিল গড়িয়াহাট বা এ জে সি বসুর মতো উড়ালপুলগুলি। পুলিশ সূত্রের খবর, সম্প্রতি লালবাজারের কর্তাদের নজরে আসে, উড়ালপুল দিয়ে বেশি রাতে গাড়ি চলছে না। তার পরেই রাতে উড়ালপুলে বাইক ছাড়া বাকি গাড়ি চলাচলের নির্দেশ দেওয়া হয়। তবে যাতে উড়ালপুলে বাইক উঠে না পড়ে, তাই দু’দিকে পুলিশ মোতায়েন করা হচ্ছে। গাড়ির গতি কমাতে উড়ালপুলে ওঠার মুখে বসছে গার্ডরেলও।