দমদম থেকে দক্ষিণেশ্বর রুটে প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকল মেট্রো পরিষেবা। ১২টা ৪০ মিনিটে জানা যায় দমদমে পয়েন্ট খারাপ। ১টা ০৭ মিনিট থেকে ওই রুটে মেট্রো চলাচল ফের শুরু হয়। তবে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে আপ এবং ডাউন দুই রুটেই মেট্রো চলাচল স্বাভাবিক ছিল। দক্ষিণেশ্বরের দিকে গাড়ি এগোতে পারছিল না। এর ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। যানজট বাড়ে মেট্রো স্টেশনে। প্রায় ২৭ মিনিট পর স্বাভাবিক হয় পরিস্থিতি।
অন্যদিকে, অবশেষে কলকাতা ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার ভোরের বিমানে তাঁকে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। কলকাতা বিমানবন্দরে নিরাপত্তার ঘেরাটোপে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই ফিরে আসেন তাঁর আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত এবং এসএসকেএম-এর চিকিৎসক। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিক এবং নিরাপত্তাকর্মীরা তাঁকে নিয়ে গিয়েছেন বিধাননগরে সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে সিজিও কমপ্লেক্সে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে আলাদাভাবে জেরা করা হবে এবং তাদের বক্তব্যকে ক্রস ভেরিফাই করা হবে। তদন্তকারী আধিকারিকরা এর আগেও জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় তদন্তে সাহায্য করছেন না। ইডি জানিয়েছে এসএসসি-র উপদেষ্টা কমিটির বৈঠক কেন কেন পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে হতো এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে পাওয়া একাধিক সম্পত্তির নথি সম্পর্কে জিজ্ঞাসা করবেন তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।