বাড়ল করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা

frame বাড়ল করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা

A G Bengali
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে হল ১৮,৩১৩। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৪,৮৩০। রাজ্যভিত্তিক কোভিডের সার্বিক পরিস্থিতি লক্ষ করলে দেখা যায়, দেশে দৈনিক সংক্রমণের তালিকায় তামিলনাড়ুকে ছাপিয়ে শীর্ষে আবার মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের গণ্ডি পার করেছে এবং মহারাষ্ট্রে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২,১৩৫। এর পরে রয়েছে তামিলনাড়ু (১,৮৪৬), কেরল (১,৪৮৮), কর্নাটক (১,৪২৫) ও পশ্চিমবঙ্গ (১,২৩২)। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৪.৩১ শতাংশ। মঙ্গলবার দৈনিক সংক্রমণের হার ছিল ৩.৪৮ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়।


অন্যদিকে, নাম তাঁর সি. বিজয়কুমার, টেক জায়ান্ট এইচসিএল টেকনোলজিস লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার তিনি। গত অর্থবর্ষে তিনি রোজগার করেছেন ১২৩ কোটি টাকারও বেশি! এর জেরে ভারতের সফটওয়্যার কোম্পানিগুলির মধ্যে সব চেয়ে বেশি বেতনের চাকুরিজীবী হিসেবে চোখে পড়েছেন তিনি। গত সপ্তাহে এইচসিএল-এর বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতেই এই খবরটি সামনে এসেছে। এই রিপোর্টের সূত্রে জানানো হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে সি. বিজয়কুমারের বেতনের প্যাকেজে কোনও পরিবর্তন ঘটেনি। তবে বিজয়কুমার এই পর্বে যে অ্যাচিভমেন্ট করেছেন, বোর্ডের কিছু নির্দিষ্ট নিয়মের সূত্রে তার জেরে তিনি 'এলটিআই' বা 'লং-টার্ম ইনসেনটিভ' হিসেবে আরও ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন। বার্ষিক বেতনে সেটা যোগ হয়ে তাঁর মোট বার্ষিক রোজগার এই বিপুল অঙ্কে পৌঁছেছে।

Find Out More:

Related Articles:

Unable to Load More