নিলামে বিক্রি হয়ে গেল ‘অ্যাডলফ হিটলারের একটি সোনার হাতঘড়ি। ১১ লক্ষ ডলারে নিলামে উঠেছে অ্যাডলফ হিটলারের একটি ঘড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রে এই নিলাম ঘিরে সকলের মধ্যে উৎসাহ ছিল সপ্তমে। নিলামকারী সংস্থার তরফে জানান হয়েছে, সম্ভবত ঘড়িটি হিটলারকে তার ৪৪ তম জন্মদিনে উপহার হিসাবে দেওয়া হয়। সালটা সম্ভবত ১৯৩৩ সালের ২০ এপ্রিল। তিনি তখন জার্মানির চ্যান্সেলর হিসাবে নিযুক্ত ছিলেন। জানা গিয়েছে ভারতীয় মুদ্রায় ৮.৭ কোটি টাকায় হিটলারের এই সোনার ঘড়িটি কেনেন কোন এক অজ্ঞাত পরিচয়ের কোন এক ব্যক্তি। সেই সঙ্গে আরও জানা গিয়েছে জার্মান ঘড়ি প্রস্তুতকারী সংস্থা হুবার টাইমপিস এই ঘড়িটি তৈরি করেছিল। ঘড়িটিতে খোদাই করে এএইচ লেখা রয়েছে।
যে হাতঘড়়িটি নিয়ে এত বিতর্ক, সেটি নাকি খুঁজে পাওয়া গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। নিলামঘরের দাবি, ১৯৪৫ সালের মে মাসে জার্মানির বাভারিয়ায় হিটলারের গ্রীষ্মাবাসে ঢুকে পড়েছিলেন জনা তিরিশেক ফরাসি সেনা। তাঁদের মধ্যে ছিলেন ফরাসি সার্জেন্ট রবার্ট মিনো। নিলামঘরের দাবি, সার্জেন্ট রবার্ট মিনোই ওই হাতঘড়িটি খুঁজে পান। এর পর দশকের পর দশক তা বিভিন্ন জনের হাত ঘুরেছে। শেষমেশ তা নিলামঘরের কাছে আসে। তবে কী ভাবে সেটি তাঁদের হাতে এল, সে বিষয়টি খোলসা করেননি নিলামঘর কর্তৃপক্ষ। আলেকজান্ডার হিস্টরিক্যাল অকশনস জানিয়েছে, হাতঘড়িটির ‘ডায়ালে’র পিছনে হিটলারের নামের আদ্যাক্ষর খোদাই করা রয়েছে। তার ঠিক নীচেই রয়েছে একটি উড়ন্ত ঈগল এবং নাৎসি জমানার স্বস্তিকা চিহ্ন। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই হাতঘড়িতে তিনটি তারিখও খোদিত রয়েছে। তার মধ্যে একটি হিটলারের জন্মদিন এবং অন্যটি জার্মানির চ্যান্সেলর পদে হিটলারের নাম ঘোষণা করার দিন।