দক্ষিণবঙ্গে কিছু জেলায় সামান্য বাড়বে বৃষ্টি

frame দক্ষিণবঙ্গে কিছু জেলায় সামান্য বাড়বে বৃষ্টি

A G Bengali
দক্ষিণবঙ্গে কিছু জেলায় সামান্য বাড়বে বৃষ্টি। কলকাতা সহ বিভিন্ন জেলায় মোটের ওপর একই থাকবে তাপমাত্রা। তবে আর্দ্রতা বাড়ায় অস্বস্তি বহাল থাকবে বলেই জানা গিয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু থেকে এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ও বাড়বে বলে জানা গিয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েহে ১.২ মিলিমিটার।


অন্যদিকে, রাজ্যসভায় এদিন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানান যে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব মহাসড়ক থেকে টোল প্লাজার ব্যবস্থা উঠে যাবে। বদলে গাড়ির নম্বর প্লেটের থেকেই সরাসরি টোল কাটার ব্যবস্থা থাকতে পারে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এদিন মন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, টোল প্লাজা দেশের অনেক সমস্যার কারণ। লম্বা লাইনে গাড়ি দাঁড়িয়ে থাকে। যানজট হয়। এই আবহে বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলে জানান তিনি। একই দিশায় ৬০ কিমির মধ্যে একাধিক টোল প্লাজা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে। সেই প্রসঙ্গে তিনি সংসদে বলেন, ‘সরকার দুটি বিকল্প পথ খুঁজছে। উপগ্রহ ভিত্তিক জিপিএস ব্যবস্থার কথা ভাবছে সরকার। তাহলে গাড়ির মালিকের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে যাবে। বা নম্বর প্লেট থেকে সরাসরি টাকা কেটে যাবে, এমন বিকল্পের কথাও ভাবা হচ্ছে।’

Find Out More:

Related Articles:

Unable to Load More