শক্তি বাড়ছে নিম্নচাপের!

A G Bengali
নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়াচ্ছে বলে জানা গিয়েছে। তবে নিম্নচাপের অভিমুখ বদল হয়েছে ছত্তিশগড়ের দিকে। এর জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি জারি থাকবে। তবে অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চারদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি জারি থাকবে।  উপকূলের জেলাগুলোতে দমকা হাওয়া বইবে। এর গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত থাকবে। দিঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সাগর দ্বীপে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে।  বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে। তবে বৃষ্টির কারণে গরম সেভাবে অনুভূত হবে না।

আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। এই জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে. বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও থাকতে পারে।

Find Out More:

Related Articles: