আবার নিম্নচাপের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

A G Bengali
সপ্তাহের শেষে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আশানুরূপ বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে নিম্নচাপ তৈরি হতে পারে। আর এই নিম্নচাপ শক্তি বাড়ালে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। কমবে তাপমাত্রা। আপাতত, কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও আবহবিদরা জানিয়েছেন। তবে বৃষ্টি বাড়বে রবিবার। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে দমকা হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় শনি এবং রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে ভারী অথবা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে। শনি এবং রবিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাতেও। বঙ্গোপসাগরের নিম্নচাপ অনেকটাই সরে মধ্য প্রদেশের সেন্ট্রাল এলাকায় অবস্থান করছে। আরও একটি নিম্নচাপ রয়েছে আরব সাগরের সৌরাষ্ট্র এবং উত্তর-পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায়। এটি আরও ঘনীভূত হবে এবং পশ্চিম দিকে অগ্রসর হবে আগামী ২৪ ঘন্টায়। একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নতুন করে  নিম্নচাপ তৈরি হবে শনিবার। মূলত উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী হবে বলে জানা গিয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হবে।

Find Out More:

Related Articles: