কাল থেকে কিছুটা কমবে বৃষ্টি

frame কাল থেকে কিছুটা কমবে বৃষ্টি

A G Bengali
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বহু জেলায়। তবে আগামিকাল থেকে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। ২৭ তারিখ পর্যন্ত দক্ষিণে বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে কমই থাকবে। এই সময় উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং মৌসুমী অক্ষরেখা বিহার-ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বহু জেলায়। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। আজ কলকাতা সহ বঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।


অন্যদিকে, রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলার আবেদন শুনানির জন্য গ্রহণ করল কলকাতা হাই কোর্ট। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে আবেদনকারী পক্ষের আইনজীবীদের। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। আবেদনকারী পক্ষের তরফে বুধবার মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে হাই কোর্টে। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৬৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তার আগের দু’বছর পুজো কমিটিগুলিকে রাজ্যের দেওয়া অনুদানের অঙ্ক ছিল ৫০ হাজার।

Find Out More:

Related Articles:

Unable to Load More