আজও বৃষ্টির সম্ভাবনা

frame আজও বৃষ্টির সম্ভাবনা

A G Bengali
আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টির কমার লক্ষণ না থাকলেও দাপট অবশ্য কিছুটা কমবে। আজও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণের ছয় জেলায় আজও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিকে, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ শহরে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস । গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।  বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২.৩ মিলিমিটার । দক্ষিণবঙ্গে দিঘার ওপরে এখনও মৌসুমী অক্ষরেখার অবস্থান রয়েছে। তবে গত দুদিনের তুলনায় তা কিছুটা দুর্বল। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা কোনও জেলাতেই নেই।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলকে আগামী ১৪ দিন তাঁকে থাকতে হবে আসানসোল সংশোধনাগারে। বিচারকের নির্দেশ মতো এই হাইপ্রোফাইল বন্দির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে ফেলেছেন কারা কর্তৃপক্ষ। কারণ অনুব্রত মণ্ডলের কোভিডের র‍্যাপিড টেস্ট করা হয়। তাতেই ধরা পড়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত। অনুব্রত মণ্ডল প্রত্যেকদিন ৩৭টি ওষুধ খান। রাতে ঘুমানোর আগে বিশেষ যন্ত্রের সাহায্যে নেবুলাইজার এবং অক্সিজেন মাস্ক লাগে অনুব্রত মণ্ডলের। এছাড়া যে কোনও সময় প্রয়োজন হয় ইনহেলার ও অক্সিজেন মাস্কের। এই অনুব্রতর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা পুঙ্খানুপুঙ্খভাবে পালনের জন্য সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্টকে নির্দেশ দিয়েছেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।

Find Out More:

Related Articles:

Unable to Load More