সপ্তাহের শেষে রাজ্যে বাড়বে বৃষ্টি

frame সপ্তাহের শেষে রাজ্যে বাড়বে বৃষ্টি

A G Bengali
সপ্তাহের শেষে রাজ্যে বাড়বে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। দক্ষিণবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে তাপমাত্রাও বাড়বে অনেকটা। আর্দ্রতার বাড়বাড়ন্তে বাড়বে অস্বস্তিও । শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে অর্থাৎ শনি এবং রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে জানা যাচ্ছে। চলতি মরশুমে সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। গত তিন সপ্তাহে একাধিক নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরের উপর। আর এর দরুন বৃষ্টিপাত হয়। কিন্তু, নতুন করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। গতকাল কলকাতায় সামান্য বৃষ্টি হয়েছে কোন কোন এলাকায়। এদিকে, উত্তরবঙ্গেও ফের একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই বাড়বে বৃষ্টি। আজ কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,  মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েই শনিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টি কিছুটা কমবে।

Find Out More:

Related Articles:

Unable to Load More