দেশের ২১ বিশ্ববিদ্যালয় ভুয়ো

A G Bengali
দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের সচিব রজনীশ জৈনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়। এই ২১টি প্রতিষ্ঠানের মধ্যে কলকাতার দু’টি বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলি হল চৌরঙ্গী রোডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। আর বাকি ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বেশিরভাগই দিল্লির। আর তারপর বেশি রয়েছে উত্তরপ্রদেশে। দিল্লির মোট ৮টি বিশ্ববিদ্যালয় ভুয়ো। আর উত্তরপ্রদেশে রয়েছে ৪টি বিশ্ববিদ্যালয়। যাদের পড়ুয়াদের ডিগ্রি দেওয়ার কোনও ক্ষমতা-ই নেই। ইউজিসি অ্যাক্ট, ১৯৫৬-তে যা বলা আছে, এই ২১ বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধাচরণ করছিল। সেই নিয়ম মানছিল না। এই তালিকায় পশ্চিমবঙ্গের ২টি বিশ্ববিদ্যালয় যেমন আছে, তেমন ওড়িশারও দুটি বিশ্ববিদ্যালয় আছে। এছাড়া কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরী ও অন্ধ্রপ্রদেশেরও বিশ্ববিদ্যালয় আছে। ইউডিসি-র তরফে এক বিবৃতি জারি করে এই ২১ বিশ্ববিদ্যালয়ের নাম জানানো হয়েছে।

অন্যদিকে, রাজস্থানে ট্রায়ালে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ তুলল বন্দে ভারত এক্সপ্রেস। টুইটারে এ বিষয়ে শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব। টুইটারে অশ্বনী বৈষ্ণব লিখেছেন, 'কোটা-নাগদা রুটে ঘণ্টায় ১২০/১৩০/১৫০ এবং ১৮০ কিলোমিটার বেগে বন্দেভারত-টু-এর স্পিড ট্রায়াল শুরু হয়েছে।' এখন এই একই রুটে এক দিনে দ্রুতগামী ট্রেন বলতে শতাব্দী এক্সপ্রেস। সেই ট্রেনের বদলেই নয়া বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। তবে ট্রায়ালে ১৮০ কিলোমিটার বেগে চললেও, সেটাই সর্বোচ্চ গতিবেগ, তা কিন্তু নয়। রেলের বিশেষজ্ঞরা বলছেন, ট্র্যাক এবং সিগন্যাল একেবারে সঠিকভাবে তৈরি হবে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতি উঠতে পারে।

Find Out More:

Related Articles: