কড়া মন্তব্য অভিষেকের

A G Bengali
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেসকে যত আঘাত করা হয়েছে তৃণমূল কংগ্রেস ততই শক্তিশালী হয়েছে। এটা পরীক্ষিত সত্য। আজ ইন্ডোরে যত মানুষ এসেছেন তা এক রেকর্ড। দলের কর্মীদের অনুরোধ মমতার বার্তা নিয়ে বুথে বুথে তা লাগু করুন। আপনারা দেখেছেন বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে ওরা। তার পরের দিন বাংলার ৪ জন নেতা মন্ত্রীকে ইডি-সিবিআই লাগিয়ে গ্রেফতার করিয়েছে। রাজ্যের মুখ্য সচিববের দিল্লিত অ্যাটাচ করে দিয়েছে। যাতে মমতা বন্দ্যোপাধ্যারে হাত-পা বেঁধে দেওয়া যায়। আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই। আমরা জিতেছি। কিন্তু আমরা বদলা নেবে ব্যালটে। আগামী পঞ্চায়েত নির্বাচনেও ওরা হারবে। গোটা দেশ দেখছে দেশের একমাত্র দল তৃণমূল কংগ্রেস যে ইডি-সিবিআইয়ের সঙ্গে মাথা উঁচু করে লড়াই করছে। আমরা মাথা নত করব না। যদি মাথা নত করতেই হয় তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব। দিল্লির জল্লাদদের কাছে নয়।

অনেকেই অভিষেককে তৃণমূলের দু’নম্বর বলে উল্লেখ করে। তা নিয়ে অভিষেক বলেন, ‘‘তৃণমূলে দুই বা তিন নম্বর বলে কিছু নেই। আমি আপনি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। মমতার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’’ অভিষেকের বৃহস্পতিবারের বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল বিজেপিকে আক্রমণ। তিনি বলেন, ‘‘বিজেপি মানুষকে অপমান করছে। দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল বস্তির দল। আমরা সে জন্য গর্ব বোধ করি। এই বস্তির দলের কাছে ২০২১ সালের ভোটে হারতে হয়েছে। পঞ্চায়েত ও লোকসভা ভোটে আবার জবাব দেব।’’ বিজেপিকে রাজ্য ছাড়া করার ডাকও দিয়েছেন অভিষেক। একই সঙ্গে আবারও আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

Find Out More:

Related Articles: