শুক্রবার পর্যন্ত ৫৪টি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল

A G Bengali
হাওড়া-বর্ধমান মেন শাখায় রসুলপুর ও শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন চালু করার অন্তিম পর্যায়ের কাজ আজ, বুধবার শুরু হচ্ছে। ওই কাজের জন্য এ দিন থেকে শুক্রবার পর্যন্ত ৫৪টি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল। এ ছাড়া চারটি এক্সপ্রেস ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। দু’টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে রসুলপুর, শক্তিগড় ও পালশিটের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। ওই কাজের জন্য মেন লাইনে শক্তিগড় ও রসুলপুরের মধ্যে সারা দিন কার্যত ট্রেন চলবে না। কর্ড ও মেন শাখায় হাওড়া থেকে রাতের অন্তিম ট্রেন ছাড়া অধিকাংশ ট্রেনের সূচি রদবদল করা হয়েছে। বাতিল হয়েছে একাধিক ট্রেন। কর্ড শাখায় হাওড়া ও বর্ধমানের মধ্যে অল্প কিছু ট্রেন চললেও মেন লাইনে বেশির ভাগ ট্রেন চলবে মেমারি ও হাওড়ার মধ্যে। হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মেন লাইনের বদলে ডানকুনি থেকে কর্ড লাইনে চলবে।

অন্যদিকে, উৎকর্ষ বাংলা প্রকল্পের সাফল্য। পুজোর আগেই আরও ৩০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। কোথায়? বৃহস্পতিবার খড়গপুরে নিয়োগপত্র পাবেন ৭ হাজার কর্মপ্রার্থী। ২০ সেপ্টেম্বর দুর্গাপুরে আর ২১ সেপ্টেম্বর শিলিগুড়িতে নিয়োগপত্র দেওয়া হবে বাকিদের। সূত্রের খবর তেমনই। জেলা সফরে মুখ্যমন্ত্রী। সেদিন বিজেপি নবান্ন অভিযানকে কেন্দ্র  করে উত্তাল হয়ে উঠল কলকাতা ও হাওড়া, সেদিন খড়গপুরে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য়দের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দুই মেদিনীপুরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রীও। সূত্রের খবর, এই বৈঠকে বিজেপির নবান্ন অভিযানের প্রসঙ্গও ওঠে। মুখ্যমন্ত্রী বলেন, 'বিজেপির মিছিলে লোক হয়নি। ওদের বেলুন ফুটো হয়ে গিয়েছে। বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই'। আগামীকাল, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কোথায়? নিমতৌড়িতে। এরপর সেদিনই আবার যাবেন খড়গপুরে। বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পার্কে 'জব ফেয়ার' উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, ওই অনুষ্ঠান ৭ হাজার যুবক-যুবতীর হাতে  নিয়োগপত্র তুলে দেবেন তিনি। কারা চাকরি পেলেন? উৎকর্ষ বাংলার প্রকল্পে কারগরি শিক্ষা দফতরের অধীনে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা।

Find Out More:

Related Articles: