বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

A G Bengali
আলিপুরের আবহাওয়া দফতর বলছে, আগামী সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে নিম্নচাপ। তার জেরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী এলাকায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। মৌসুমি অক্ষরেখার প্রভাবে শনিবার দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত থাকা মৌসুমি অক্ষরেখা দিঘার উপর দিয়ে গিয়েছে। সে কারণেই দক্ষিণবঙ্গের এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। মঙ্গলবারের মধ্যে সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। জানা গিয়েছে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে সম্ভাব্য নিম্নচাপটি। উপকূলের দিকে এটি যত এগোবে, ততই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার থেকে উপকূলবর্তী তিন জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে মৎস্যজীবীদের ২১ সেপ্টেম্বর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। একটি সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। তাছাড়া মৌসুমী অক্ষরেখা পটনা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। এর জেরে আগমী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Find Out More:

Related Articles: