আবারও বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ

A G Bengali
আবারও বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে ভারী বর্ষণে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। মঙ্গলবার উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, কলকাতায় ভারী বৃষ্টি হবে কি না, এখনও স্পষ্ট নয়। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে যে, উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে উত্তাল হতে পারে সমুদ্র। বুধবার ও বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে মৎস্যজীবীদের মাঝ সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভারতের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে শনিবার সন্ধ্যায় লন্ডনে গিয়ে পৌঁছেছেন। তিনি ভারত সরকারের পক্ষ থেকে শোকজ্ঞাপন করবেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বুধবারই ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য শনিবার লন্ডন পৌঁছবেন ভারতের কনিষ্ঠ রাষ্ট্রপতি। যদিও বিদেশমন্ত্রক আগেই রানির মৃত্যুর পর শোকপ্রকাশ করে জানায়, এলিজাবেথের শাসনকালে ভারত-ব্রিটেন সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে প্রয়াত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও রানির শোকজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রন এসেছিল। তবে মোদী আপাতত লন্ডন যাচ্ছেন না বলেই জানা যাচ্ছে।

Find Out More:

Related Articles: