পিছু ছাড়ছে না বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে ওড়িশার উত্তর উপকূলের কাছে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণেই বৃষ্টিপাতের আবহ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে রোদ ঝলমলে আকাশ এবং শরতের মেঘের দেখা মিললেও বেলা বাড়তেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলেও আবহবিদরা জানিয়েছেন। সোম-মঙ্গলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ করা গিয়েছিল। সেই ধারা বজায় থাকছে বৃহস্পতিতেও। তবে এর মধ্যে দক্ষিণবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। আবহবিদরা জানিয়েছেন পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আটটি জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। মহানগরীতে আজ কয়েক পশলা বৃষ্টি হতে পারে।