শনিবার সকাল থেকে ছিল রোদ ঝলমলে আকাশ। সে আকাশে শরতের মেঘ ভেসে বেড়াতেও দেখা গিয়েছিল। ষষ্ঠীতে পুজোর আনন্দে মেতেছিলেন মানুষ। কিন্তু বেলা গড়াতেই হাওয়া অফিসের পূর্বাভাসে ফের চিন্তায় পড়েছেন অনেকে। আলিপুর আবহাওয়া দফতর শনিবারের পূর্বাভাসে জানিয়েছে,আগামী এক থেকে দু’ঘণ্টায় কলকাতার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনাও। এই সমস্ত এলাকায় হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করেছে। ঝড়বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকতেও বলা হয়েছে।
অন্যদিকে, পুজোর শুরুতেই সুসংবাদ সাধারণ মানুষের জন্য। তেল বিপণন সংস্থাগুলি (OMCs) বিভিন্ন মেট্র শহরে ১৯-কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। আজ ১ অক্টোবর থেকে এই দাম কার্যকর হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (IOCL) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট প্রতি ৩৭.৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। দামের সর্বশেষ সংশোধনের পড়ে, একটি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে হবে ১,৮৫৯ টাকা। আগে দাম ছিল ১,৮৮৫ টাকা। একইভাবে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় ১,৯৯৫.৫০ টাকার পরিবর্তে হবে ১,৯৫৯ টাকা। মুম্বইতে দাম হবে ১,৮১১.৫০ টাকা এবং চেন্নাইতে ২,০০৯.৫০ টাকা। উল্লেখ্য, ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম শেষবার ৬ জুলাই বাড়ানো হয়েছিল। সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানো হয় দাম। বর্তমানে, দেশের রাজধানীতে একটি সিলিন্ডারের দাম হয়েছে সিলিন্ডার প্রতি ১০৫৩ টাকা।