সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। সেখানেই ঘোষণা করা হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি শুরু হবে বইমেলা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের থিম কান্ট্রি স্পেন। গিল্ডের তরফে জানানো হয়েছে, গতবছর বইমেলায় ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। তাই উৎসাহিত হয়ে নতুন প্রকাশকেরা এগিয়ে আসছেন। এবার বইমেলার লোগো ডিজাইন করবেন শিল্পী শুভাপ্রসন্ন। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য থিম কান্ট্রি হচ্ছে স্পেন। ৫৭০টি স্টল বসেছিল গতবছর। এ বছর স্টলের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। ২৪০টি লিটল ম্যাগাজিন স্টল হয়েছিল গতবার। এবারও সেই সংখ্যকই লিটল ম্যাগাজিন স্টল থাকবে। এবার কলকাতা বইমেলার সঙ্গেই চলবে নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল।
অন্যদিকে, সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নামে মহারাষ্ট্র। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্রাউন্ড বি-তে ১৮টি চার এবং ছ’টি ছক্কা মারেন রুতুরাজ। দু’দিন আগে ১৫৯ বলে ২২০ রান করেন তিনি। সেই ম্যাচেই ৪৯তম ওভারে একটি নো বল-সহ সাতটি বলে সাতটি ছক্কা মারেন রুতুরাজ। দলের জয়ের পিছনে বড় ভূমিকা নেন তিনি। সেমিফাইনালে অঙ্কিত বাওনে ১১০ রান করেন। ৪১ রান করেন সত্যজিৎ বচ্চভ। রুতুরাজ যে ভাবে বুধবার রান করছিলেন, আরও একটি দ্বিশতরানের ইনিংস শুধু সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। কিন্তু রিয়ান পরাগের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। মহারাষ্ট্রের ৩৫০ রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অসম ৪২ ওভারে ২৯২ রান করেছে। ৬ উইকেট হারিয়েছে তারা। ক্রিজে রয়েছেন মুখতার হোসেইন এবং স্বরূপম পুরকায়স্থ। ৪৮ বলে ৫৯ রান প্রয়োজন তাদের।