তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী

A G Bengali
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি কম হলেও স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি বেশি রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও আবহবিদদের মতে, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। সপ্তাহ শেষে শীতের অনুভূতি ফিরে পাবে দক্ষিণ বঙ্গবাসী। আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এ বছর নভেম্বর মাসেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। যার জেরে শীতের আগমনের আগেই ঠান্ডার আমেজ ছিল শহরে।

অন্যদিকে, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের জের? জানলা দিয়ে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া! ভরদুপুরে ফ্ল্যাটে অগ্নিকাণ্ড। অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধা। আতঙ্ক ছড়াল নিউটাউনে। জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম গীতারানি ঘোষ। নিউটাউনের বলাকা আবাসনের একটি ফ্ল্যাটে থাকেন তিনি। ঘড়িতে তখন প্রায় আড়াইটে। এদিন দুপুরে ওই আবাসনের বাসিন্দাদের দেখেন, দোতলার সেই ফ্ল্যাটেই দাউদাউ করে আগুন জ্বলছে! কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ! খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। এদিকে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে গিয়েছেন কাজের লোক। অগ্নিকাণ্ডের সময়ে ফ্ল্যাটে একাই ছিলেন গীতারানি। প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। ওপরতলায় ফ্ল্যাটে যাঁরা থাকেন, তাঁরা ততক্ষণে ছাদে উঠে পড়েছেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। উদ্ধারের পর, ওই বৃদ্ধাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখান থেকে কলকাতার এনআরএস হাসপাতালে। কীভাবে আগুন লাগল? তা কিন্তু স্পষ্ট নয়। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের জেরে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।

Find Out More:

Related Articles: