শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিক। সারা দিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ কেটে গিয়েছে। ঘূর্ণাবর্তের ফলে বাধাপ্রাপ্ত উত্তুরে হিমেল হাওয়া আবার বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। তাই আস্তে আস্তে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদরা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তেই কলকাতা-সহ বাকি জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে।
অন্যদিকে, বছর ঘুরলেই সূচিতে রয়েছে মাধ্যমিক পরীক্ষা। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। আর তা নির্বিঘ্নে করতে এবার প্রত্যেকটি জেলায় মনিটরিং কমিটি গঠন করল মধ্যশিক্ষা পর্ষদ। এই জেলা মনিটরিং কমিটি কেমন করে কাজ করবে তা নিয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে জেলা আহ্বায়ক, সাব ডিভিশনাল আহ্বায়ক এবং সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে কাজের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক কী বলা হয়েছে নির্দেশিকায়? মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে প্রত্যেকটি বিদ্যালয়ে কী কী ব্যবস্থা রাখতে হবে তারও একটি স্পষ্ট বার্তা নির্দেশিকায় দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, সিসিটিভি রাখতে হবে, পরিষ্কার–পরিচ্ছন্ন শৌচাগার, শুদ্ধ পানীয় জল, পর্যাপ্ত আসবাবপত্র, বেঞ্চ, আলোর ব্যবস্থা রাখতে হবে। এমনকী কোনও পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার জন্য আলাদা ঘর বরাদ্দ করা এবং পরীক্ষার যাবতীয় সুষ্ঠু বন্দোবস্ত করতে হবে।