আবহাওয়ার আপডেট দেখে নিন
শীত পালিয়ে গিয়েছে, শীতের রহস্যময় অন্তর্ধান নিয়ে রাজ্যবাসীর শত অনুযোগ উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে প্রচণ্ড উত্তুরে হাওয়ায় কেঁপে উঠল রাজ্য। অথচ, শহরে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বেশ গরম অনুভূত হয়েছে। শহরবাসীর অনেককেই মাঝরাতে উঠে পাখা চালাতে হয়েছে। সেই জায়গায় ভোর থেকেই শুরু হয়, হাওয়ার কামড়। পারদও হাওয়ার সঙ্গী হয়ে নামে এক ধাক্কায় ৬ ডিগ্রি।
অন্যদিকে, রাজধানী দিল্লিতে এদিনও সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা আকাশ। তবে ঠান্ডা আগের থেকে অনেকটা কমেছে। মাঝে যেমন ৫.৬-এ নেমে এসেছিল তাপমাত্রা। তার থেকে কিছুটা বাড়ায় একটু স্বস্তি মিলেছে শহরবাসীর। তবে বর্ষবরণের রাত সম্পর্কে আবহাওয়া দফতর সতর্ক করে দিয়েছে দিল্লিবাসীকে। কারণ, ওই রাতে ফের ঠান্ডা ও কুয়াশা নামবে বলে পূর্বানুমান।
শুক্রবার পর্যন্ত ভারী কুয়াশায় সকাল থেকে বিমান চলাচলেও ব্যাঘাত ঘটেছে। কুয়াশার জেরে ধীরে চলছে উত্তর ভারতের সমস্ত ট্রেন। গত বুধবার কুয়াশার কারণে প্রায় ১০০টি বিমান উড়ানে বিঘ্ন ঘটেছে। ১৪টি ট্রেন বিলম্বে চলে। রাজস্থানের চুরু এলাকায় উত্তর ভারতের মধ্যে সবথেকে পারদ নেমেছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৬ ডিগ্রি।