আজ মরসুমের শীতলতম দিন
হাওয়া অফিস সূত্রে খবর, শীতের এই ব্যাটিং চলবে আগামী রবিবার পর্যন্ত। তবে রবিবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোম ও মঙ্গলবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। যদিও ওই সপ্তাহের শেষে ফের কমবে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহান্তে ফের দাপট দেখাবে শীত। জাঁকিয়ে শীত পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা (Weather)। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৩ শতাংশ।
এদিকে, জেলায়ও ফর্মে রয়েছে শীত। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় জাঁকিয়ে শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে সকাল থেকে। রাজ্যের অধিকাংশ জেলাতেই সকালে কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। উত্তুরে হাওয়ার কারণে কনকনে ঠান্ডা বজায় থাকবে সমস্ত জেলাজুড়ে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
পাশাপাশি উত্তরবঙ্গের দু-একটি জেলায় ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লেই পরিষ্কার হবে আকাশ। তবে ইত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে জঁকিয়ে শীতের ামেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।