ঊর্ধ্বমুখী শহরের তাপমাত্রার পারদ

A G Bengali
হাওয়া বদলের ইঙ্গিত শহর জুড়ে। শীত উধাও হওয়ার বদলে ফের একবার ঠান্ডার আমেজ রাজ্যজুড়ে। তবে জঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের (Northa Bengal) জেলাগুলিতে তুলনামূলক বেশি ঠান্ডা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার কলকাতায় (Kolkata) ক্রমশ ঊর্ধ্বমুখী শহরের তাপমাত্রার পারদ। আজ শহরে বৃষ্টির (Rain) কোন সম্ভাবনা নেই। শহরে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯৪ শতাংশ।

হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, চলতি মরশুমে আর নতুন করে ঠান্ডা ফেরার কোনও সম্ভাবনা নেই। তবে শুক্রবার এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে এসেছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Temperature)। শনিবারও তার খুব বেশি হেরফের ঘটল না। এদিকে, জেলায় জেলায় চলছে হিমেল হাওয়ার দাপট।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী (Netaji Subhas Chandra Bose Birth Anniversary) এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন উষ্ণই থাকবে রাজ্যের আবহাওয়া। আগামী রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২৩ থেকে ২৬ জানুয়ারির মধ্যে কলকাতার পারদ গিয়ে পৌঁছবে ২০ ডিগ্রিতে।
পশ্চিমী ঝঞ্চায় থমকে যাবে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে রাজ্যে ক্রমশ শীতের আমেজ কমবে এবং বাড়বে উষ্ণতা জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রের খবর, ভিন রাজ্যে-শিলা বৃষ্টিতে বিপর্যস্ত হবে উত্তর-পশ্চিম ভারত।  মঙ্গল ও বুধবার ব্যপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, মুজাফফরাবাদ এবং হিমাচলপ্রদেশে। রাজধানী দিল্লিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত। সোমবার পঞ্জাব, হরিয়ান, চন্ডিগড, রাজস্থান এবং উত্তর প্রদেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দু এক জায়গায় শিলা বৃষ্টির সম্ভবনা রয়েছে। মধ্যপ্রদেশ ছত্রিশগড় সহ মধ্য ভারতের রাজ্যগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Find Out More:

Related Articles: