সল্টলেকে পথ দুর্ঘটনা
পুলিশ সূত্রের খবর, টেকনোপলিসের দিক থেকে দ্রুত গতিতে চিংড়িহাটার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সল্টলেক (Saltlake) এএল-বিএল (AL-BL) ক্রসিংয়ের সামনে উল্টে যায়। সামনের আসনে বসা রাজবীর (Rajveer) গুরুতর জখম হয়। গাড়ির স্টিয়ারিং ছিলেন তানিশ নামের এক যুবক। পিছনের আসনে বসেছিলেন সাবির, অংশ আগরওয়াল, ওম সাহা। কোনও রকমে গাড়ি থেকে বেরিয়ে যান রাজবীরের বাকি বন্ধুরা। রাজবীরকেও কোনওক্রমে বের করা হয়। তবে তাঁর আঘাত ছিল গুরুতর। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। রাস্তার উপরেই রাজবীরের (Rajveer) হৃদপিণ্ড পাম্প করার চেষ্টা করেন সহযাত্রীরা। কিন্তু, ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজবীরের। বাকিদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিধাননগর (Bidhannagar) মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।
এক প্রত্যক্ষদর্শী বলছেন, হঠাতই প্রচণ্ড শব্দ শোনা যায়। ঘটনাস্থলে গিয়ে দেখি একটি গাড়ি উল্টে গিয়েছে। গাড়ি থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। সঙ্গে সঙ্গে এই গাড়িতে থাকা যুবকদের উদ্ধার করার চেষ্ঠা করা হয়। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। বাকিদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।