তাপমাত্রার ওঠানামা চলবে
এদিকে দক্ষিণবঙ্গেও তাপমাত্রারা পারদ ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। শনি ও রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। উষ্ণতা অনুভব করবে দক্ষিণবঙ্গের মানুষ। তবে ফের সোমবার থেকে সামান্য পারদ নামতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবারের পর থেকে পারদ ক্রমশ উর্ধ্বমুখী হয়ে কার্যত শীত বিদায় নেবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা। ঘন কুয়াশা পাশাপাশি বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টা পর দার্জিলিং, কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঘন কুয়াশা হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে।