গরমে নাজেহাল রাজ্যবাসী
এদিকে, আজ উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিংয়ে এবং কালিম্পঙে হালকা বৃষ্টির দম্ভবনা রয়েছে। যদিও শনি এবং রবি এই দুদিন পশ্চিমি জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই বৃষ্টির প্রভাবে কলকাতার সহ পশ্চিমি জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা কমবে।
আবহাওয়াবিদদের আশঙ্কা মার্চের শুরুতেই যেভাবে সূর্য নিজের তাপমাত্রা বাড়াচ্ছে তাতে খুব শীঘ্রই ৩৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকবে দিনের তাপমাত্রা। রেকর্ড গরম পড়তে পারে মার্চের দ্বিতীয় ভাগে। এমনকী, এ রাজ্যে চলতি গীষ্মের মরশুমে খোঁড়ার সম্ভবনাও রয়েছে। তবে একেই সঙ্গে বর্ষার ইঙ্গিতও দিয়েছেন তাঁরা। এপ্রিল মাসের শুরু থেকেই কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যেতে পারে। যা কিছুটা হলেও বীভৎস গরম থেকে স্বস্তি দেবে মানুষকে।