কিশোর কুমারের গানে মাতলেন বিজেপির চার সাংসদ

GHOSH ARPAN

‘অভ্যাস বর্গ’ ট্রেনিংয়ে বিজেপির সব সাংসদরা তখন জড়ো হয়েছেন। কিন্তু কিশোর কুমারের জন্মদিন তো আগামিকাল। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে একদিন আগেই কিশোর কুমারের গাওয়া গান ধরলেন বিজেপির তরুণ চার সাংসদ। ‘আকাশ কেন ডাকে…’ ‘ইয়ে সাম মাস্তানি…’র সুরে ৯০তম জন্মবার্ষিকীর একদিন আগেই সঙ্গীত সম্রাট কিশোর কুমারকে শ্রদ্ধা জানালেন বিজেপির চার তরুণ সাংসদ৷ গায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে এই গানে গলা মেলালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এবং দলের দুই নয়া সাংসদ অভিনেতা মনোজ তিওয়ারি ও রবি কিষণ৷

 

প্রসঙ্গত, বিজেপি যে কোনও রাজনৈতিক দলের থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকাংশে এগিয়ে এ কথা সব দলেরই জানা। তবে তাঁরা এখানেই থামতে চান না, বরং আরও এগিয়ে নিয়ে যেতে চান। এবং আরও আরও অ্যাক্টিভ হতে চান। সেই কারণে নব নির্বাচিত সাংসদদেরও সোশ্যল মিডিয়ায় সড়গড় করতে ট্রেনিংয়ের ব্যবস্থা করল বিজেপি। গতকাল অর্থাত শনিবার থেকে এই উদ্দেশ্যেই ওয়ার্কশপ শুরু করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমনত্রী তথা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে দু’দিনব্যাপী 'অভ্যাস বর্গ' ওয়ার্কশপ চলবে দিল্লিতে। এই ট্রেনিংয়ে নমো অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে জনসংযোগ করা যায়, বাড়ানো যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং সেই সঙ্গে সংসদীয় কাজ কর্মের উপর টিপস দেওয়া হবে বলেও জানা গিয়েছে। শিক্ষকের ভূমিকায় থাকবেন দেশে বিজেপির আইটি-এর প্রধান অমিত মালভিয়া। শনিবারের লাস্ট শেষণের বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর শেষ দিন অর্থাত আজ বক্তার ভূমিকায় দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

 


Find Out More:

Related Articles: