এবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

GHOSH ARPAN

উত্তরবঙ্গ যখন বৃষ্টিতে ভাসছে তখন দক্ষিণবঙ্গে কবে পর্যাপ্ত বৃষ্টি হবে সেই নিয়ে সবার চিন্তা ছিল। এমনকী বৃষ্টির ঘাটতিও বেড়ে চলেছিল। তবে কিছুদিন অল্প বৃষ্টি হওয়ায় সেই সমস্যার কিছুটা সমাধান হয়েছে। তবে এবার আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরপূর্ব বঙ্গপোসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। যার জেরে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই বৃষ্টি সারা সপ্তাহ চলবে বলেই আশা করা যাচ্ছে। যার ফলে বৃষ্টির যে ঘাটতি হয়েছিল সেটা আরও কিছুটা মেটার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার ও বুধবার কলকাতা সব চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  

 

অন্যদিকে, বেশ কয়েকদিন ভারী বর্ষণের কারণে জলমগ্ন বানিজ্যনগরী। জলবন্দি শহরের মানুষ। বৃষ্টির পূর্বাভাস থাকায় সোমবার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থানে এবং নবি মুম্বইয়ে ২৫০ মিলিমিটারের মোত বৃষ্টি হয়েছে বলে খবর। রাজ্য সরকারের বায়ুসেনার কপ্টারের সাহায্য নিয়ে ৫৮ জনকে উদ্ধার করা গিয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, ভৌগলিক অবস্থানের কারণে এই অবস্থা। তবে সবগুলি পাম্পিং স্টেশন কাজ করতে শুরু করলে জল দ্রুতই নেমে যাবে বলে তাঁর আশা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে। জলের তোড়ে ১৬ বছরের এক কিশোর ভেসে গিয়েছে। তার খোঁজ চলছে। অন্যদিকে সমুদ্রের দিকে না যাওয়ার সতর্কবাণী দেওয়া হয়েছে, কারণ আগামী দু’দিন সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। নৌ বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে প্রশাসন। আবার রেল লাইনে গাছ পড়ার জন্য বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। দৃশ্যমানতা সমস্যার জন্য কয়েকদিন আগেই ফ্লাইট বাতিল করাও হয়েছিল। তবে আশার আলো সোমবার হালকা রোদের দেখা মিলেছে। তবে স্থায়ী হয়নি বেশিক্ষণ।

 



Find Out More:

Related Articles: